Skip to main content
#FHP__2
গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার গাইডলাইন।
১. প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে ব্যাসিক ধারণা নিতে হবে। যেমনঃ কিভাবে কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? কোথা থেকে ডাউনলোড করতে হয়? সব জায়গা থেকে ডাউনলোড দিলেও VIRUS এর প্রবলেম হতে পারে। তাই GETINTOPC অথবা গ্রুপের কারো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই সফটওয়্যাগুলো ডাউনলোড করে নিন।
- Adobe Illustrator
- adobe photoshop
- Microsoft Excel
- Microsoft word
- Corel draw
- inpage
২. তারপর পোটেবল ভার্সন হলেও চলবে বা ক্র্যাক করে নিতে হয় । কিভাবে ক্র্যাক করতে হয় সেটা জানতে হবে। সব জায়গার ক্র্যাক ও ব্যবহার করা যাবে না । ভাইরাসও থাকে। তাই সাবধান।
৩. ব্যাসিক ইলাস্ট্রেটর শিখার জন্য ইউটিউবে অনেক চ্যানেল আছে সেখান থেকে ব্যাসিকটার জন্য ধারণা নিতে হবে। আমি লিংক দিয়ে দিবো না বুঝলে।
৪. তারপর গুগল সার্চ করা জানতে হবে। কিভাবে গুগলে লিখলে আমার কাংখিত সমস্যার সমাধান করতে পারবো সেটা জানতে হবে। ( ইউটিউবে গিয়ে লিখবেন যে কিভাবে গুগল সার্চ করতে হয় । বাংলা এবং ইংলিশে লিখবেন সেটা দেখবেন )
৫. গ্রাফিক ডিজাইনের অনেক ক্যাটাগরি আছে যেগুলোর যেকোন একটা শিখে মাস্টারি অর্জন করতে পারলে আপনার লাইফ স্যাটেল হয়ে যাব। তবে প্রথম অবস্থায় সব ক্যাটাগরির উপর ব্যাসিক ধারনা রাখতে হবে। যদি অফলাইনে কাজ করতে চান।
আর অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে চাইলে দু একটা ক্যাটগরি নিয়ে কাজ করবেন।
৬. কোন ক্যাটাগরি আপনার জন্য বেস্ট হবে আপনি নিজেই নিবার্চন করবেন। যেটাতেই শ্রম দেন সেটাতেই সাফল্য আসবে।
অনেক ক্যাটাগরি আরে এর মধ্যে । মার্কেটপ্লেস এর জন্য।
WEB & PRINT CATAGORY
- 0. AI artist.(Dall-e, Midjourney)
- 1. Logo Design.
- 2. Business Card Design.
- 3. Poster Design.
- 4. Banner Design. Print & Web
- 5. Social Media Post Design.
- 6. POD (Print On Demand)
- 7. Brochure Design.
- 8. Font and typography
- 9. Illsutration
- 10. Pattern Design.
- 11. Packaging Design.
- 12. Amazon kindle book cover design
- 13. Background Remove.
- 14. Photo retouching.
- 15. Photo manipulation
আরো অনেক ক্যাটাগরি আছে সবগুলো নিয়েই রিসার্স করতে হবে।
অফলাইন জব এর ক্ষেত্রে সব শিখতে হবে।
- ১. ভিজিটিং কার্ড,
- ২. ওয়াজের পোস্টার, ব্যানার, মানি রিসিপ্ট, দাওয়াত কার্ড, খাম ডিজাইন
- ৩. ক্যালেন্ডার ডিজাইন
- ৪. রাজনীতির পোস্টার, ব্যানার, ফেস্টুন।
- ৫. বইয়ের ডিজাইন, কভার ডিজাইন।
- ৬. লোগো ডিজাইন।
- ৭. হ্যাংটেগ , বারকোড, স্টিকার, পলির ডিজাইন, পলি স্টিকার, কেয়ার লেবেল, বারকোড লেবেল।
- ৮. বক্স, কার্টুন
- ৯. ঔষুধের প্যাকেট।
- ১০. ফটো ইডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুবিং,
- ১১. স্কেন ফাইল থেকে ভেক্টর।
- ১২. আউটপুট সেটিং
আরো অনেক কিছু সব বিভিন্ন ডিজাইন ফার্মে দু একটা ক্যাটগরির কাজ ভালো মতো জানলেই হয়ে যাবে। তবে জব পাওয়াই টাফ হয়ে যাবে।
আরো অনেক কিছু লিখবো । আপাতত এখানে............
Comments
Post a Comment